নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচন স্থগিত হাইকোর্ট

দেশজুড়ে

ডিসেম্বর ১৮, ২০২২ ৭:২৩ অপরাহ্ণ

রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রেসক্লাবের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রসাশক কর্তৃক ভোটার তালিকা কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি ইকবাল কবিবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী ২০ ডিসেম্বর মঙ্গলবার ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ রবিবার আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন স্থগিতের বিষয়টি ব্যারিস্টার সানজিত সিদ্দিকী শীর্ষ খবর কে নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের পাশাপাশি ভোটার তালিকাও স্থগিত করা হয়েছে। রোববার রিটের শুনানি শেষে এই আদেশ দিয়েছেন আদালত।

এর আগে গত সোমবার (১৩ ডিসেম্বর) নির্বাচন স্থগিত চেয় রিট করেন প্রেসক্লাবের বর্তমান কমিটির সভাপতি।
জানতে চাইলে রিটকারীর আইনজীবী সানজিত সিদ্দিকী বলেন, নোয়াখালী প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী তফসলি ঘোষণা করা হয়েছে। একটি প্রাইভেট প্রতিষ্ঠানে জেলা প্রসাশক হস্তক্ষেপ করতে পারেন না। পরে এসব গ্রাইন্ড শুনে আদালত এই আদেশ দেন।

এর আগে ২০১৮ সালে এই প্রেসক্লাবে অন্তবর্তিকালীন কমিটি গঠন করা হয়। জেলা প্রসাশক, অতিরিক্ত জেলা প্রসাশককে বিবাদী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *