নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তুলেছেন হিরো আলম

বিনোদন

নভেম্বর ২৬, ২০২৩ ১:৪২ পূর্বাহ্ণ

 

নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তোলা হয়েছে বলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে একটি দলের হয়ে অংশগ্রহণের কথা জানিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

হিরো আলম বলেন, নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তোলা হয়েছে। বগুড়া থেকে নির্বাচন করব। ৩০ তারিখে মনোনয়ন জমা দেব। কোন দল থেকে মনোনয়ন নিয়েছি তা আগামী ৩০ তারিখে দেশে এসে আপনাদের জানাব।

বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। আলোচিত-সমালোচিত এই ইউটিউবার আগে একাধিকবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনের সময় কারচুপির অভিযোগও তুলেছিলেন।

এর আগে হিরো আলম চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেন। একই বছরের গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।

এই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছিলেন হিরো আলম। সেই সময় তিনি বলেছিলেন, ‘এই সরকারের অধীনে আর নির্বাচন করতে চাই না। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *