নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের ভরাডুবি হবেঃ তথ্যমন্ত্রী

রাজনীতি

নভেম্বর ১৭, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ

 

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের রায় নিয়ে নতুন সরকার গঠিত হবে। জনগণ ব্যাপকভাবে নির্বাচনে অংশ নেবে। একটি দল নির্বাচনে অংশ না নিলেও বহু দল নির্বাচনে অংশ নেবে, বিএনপির নেতারাও অংশ নেবেন।

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি
এ সব কথা বলেন।

‘আপনারা দেখেছেন গতকাল বিএনপির কেন্দ্রীয় কমিটির দুই নেতা ঘোষণা দিয়েছেন যে তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাঁদের সঙ্গে আরও শতাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। সুতরাং এগুলো করে বিএনপির কোনো লাভ হবে না।

‘বিএনপি তো সংলাপ নাকচ করে দিয়েছে। বিএনপি বলেছে এখন সংলাপের কোনো পরিবেশ নাই। আমরা অবশ্যই সংলাপের বিরুদ্ধে নই। কিন্তু কোনো সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *