নিউইয়র্কে আত্মসমর্পণের জন্য ট্রাম্প

নিউইয়র্কে আত্মসমর্পণের জন্য ট্রাম্প

আন্তর্জাতিক

এপ্রিল ৪, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ

নিউইয়র্কে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক পর্নো তারকার মামলায় আত্মসমর্পণের জন্য নিউইয়র্কের ম্যানহাটান কোর্টহাউসে হাজির হবেন তিনি। একদিন আগেই ফ্লোরিডা থেকে নিউইয়র্কে এসছেন ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে স্টর্মিকে ‘হাশ মানি’ দেওয়ার অভিযোগে তদন্তে নেমেছিল ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের কার্যালয়। স্টর্মির অভিযোগ, যৌন সম্পর্কের পর মুখ বন্ধ রাখার জন্য তাকে ঘুস দিয়েছিলেন ট্রাম্প।

তবে সাবেক প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই মামলাকে ‘রাজনৈতিক নিপীড়ন’ বলে অভিহিত করেছেন এবং অ্যাটর্নি ব্র্যাগকে ‘কলঙ্ক’ বলে আক্রমণ করেছেন। ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন, এই সিদ্ধান্ত ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদেরই ক্ষতি করবে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউইয়র্ক সিটিতে পৌঁছানোর পর ট্রাম্প টাওয়ারে তার আইনজীবী সুসান নেচেলেস এবং জো টাকোপিনার সঙ্গে দেখা করেছেন। ট্রাম্পের আইনি দলে নতুন সদস্য টড ব্ল্যাঞ্চ ওই বৈঠকে অংশ নিয়েছিলেন কি না তা নিশ্চিত নয়।

ট্রাম্পের অন্যতম প্রতিনিধি অ্যালিনা হাব্বা নিউইয়র্কে সাবেক প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পর জানিয়েছেন, তিনি ভালো আছেন এবং আগামীকাল (মঙ্গলবার) যা করতে হবে, তার জন্য প্রস্তুত।

ট্রাম্প ম্যানহাটনে ন্যায্য বিচার পাবেন কি না জানতে চাইলে অ্যালিনা বলেন, না। আমি মনে করি, এটি খুব কঠিন। আমি এই রাজ্যের ওপর বিশ্বাস রাখতে চাই। কিন্তু আমি এখানে কয়েক বছর ধরে তার জন্য কাজ করছি এবং নিউইয়র্কের আদালতে গিয়েছি। আমি বলতে পারি, এটি অন্য কারও প্রতিনিধিত্ব করার মতো নয়।

নিউইয়র্ক সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত বিচারক জুয়ান মার্চান সোমবার রাতে এক আদেশে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগের শুনানি সম্প্রচারের জন্য মিডিয়ার অনুরোধ ছিল। কিন্তু সেটি সম্ভব নয়। বিচারক অল্প কিছু সময়ের জন্য শুনানি কক্ষের ছবি তুলতে অনুমতি দেবেন। এর পরে শুরু হবে শুনানি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *