নাসিরনগরে মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মতবিনিময়

দেশজুড়ে

জুলাই ২৪, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে জাতীয় মৎস্য সপ্তাহ-২৩ উদযাপনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই ২০২৩ রোজ সোমবার সকাল ১১ঘটিকার সময় মৎস্য অফিসারের কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার।

মৎস সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য সপ্তাহ সফল করতে ব্যানার, ফেস্টুন সহ র্যালী, চাষিদের পুস্কার বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, পরামর্শ সেবা প্রদান, পুকুরের পানি ও ভৌত রাসায়নিক পরীক্ষা, প্রামান্যচিত্র প্রদর্শন, মৎস্য উপকরণ বিতরণসহ সাত দিন ব্যাপী তাদের গৃহীত নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবার পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। ২৪ থেকে ৩০শে জুলাই জাতীয় ভাবে পালিত হচ্ছে এ মৎস্য সপ্তাহ।

মতবিনিময় সভায় উজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *