নাসিরনগরে মাদকাসক্ত যুবকের অস্বাভাবিক মৃত্যু

দেশজুড়ে

মার্চ ১২, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান-

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘী গ্রামের মাদকাসক্ত ও বেকার গ্রস্থ উজ্জল মল্লিক (২২) নামের এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২১শে ফেব্রুয়ারী ২০২৩ তারিখে বাঘী চকবাজারে। ১১ মার্চ ২০২৩ রোজ শনিবার দুপুরে ওই যুবক মৃত্যুবরণ করেন। সরেজমিন এলাকায় গিয়ে প্রত্যক্ষদর্শী ও নিহত যুবকের পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা গেছে উজ্জল মল্লিক মাদকাসক্ত ছিলেন। কিছু দিন যাবৎ সে মানুষের সাথে দুর্ব্যবহার করে আসছিল। ঘটনার দিন চকবাজারে যাওয়া মাত্রই তার অস্বাভাবিক আচরনের কারনে স্থানীয় কিছু লোক মিলে উজ্জলকে পল্লী বিদ্যুতের খুটির সাথে হাত পা বেঁধে মারপিট করে। পরে তারা উজ্জলকে থানা পুলিশে সোপর্দ করে। ২১ ফেব্রয়ারী পুলিশ উজ্জল মল্লিক কে তাদের হেফাজতে নিয়ে যায়। ২২ ফেব্রয়ারী আদালতের মাধ্যমে উজ্জলকে জেল হাজতে প্রেরন করে। ২৩ ফেব্রয়ারী উজ্জল আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বেড়িয়ে আসে। তারপর থেকে উজ্জলের চিকিৎসা চলছিল। ১১ মার্চ দুপুরে তার প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে পেট ফুলে উজ্জলের মৃত্যু ঘটে। উজ্জলের বাড়িতে গিয়ে দেখা গেছে সেখানে শোকের মাতন চলছে। উজ্জলের মা ছোট ভাই হৃদয় মল্লিক, স্ত্রী পুর্ণিমা মল্লিক ও তার কাকা রশিক মল্লিক বার বার মুর্চা যচ্ছিলেন। উজ্জলের লাশের ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে জানতে ইউপি সদস্য প্রতুল মল্লিকের মোবাইল ফোনে একাদিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়ার সাথে মুঠো ফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি বলেন উজ্জলকে মারপিট করেছে শুনেছি, তবে তারা এ কাজটি ঠিক করেনি। এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিব উল্লাহ সরকার বলেন ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *