নাইক্ষ‍্যংছড়ি আর্দশগ্রাম লেকে ফরিদের জালে ২৭ কেজির সিলভার কার্প

দেশজুড়ে

জুলাই ৭, ২০২২ ১২:১২ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

নাইক্ষ‍্যংছড়ি উপজেলা সদরের আর্দশগ্রাম লেক থেকে ২৭ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ স্থানীয় ফরিদের জালে ধরা পড়েছে, সকাল ৬টার সময় ঐ মাছটি জালে ধরা পড়ার পরে লোকজনের ভিড় লেগে যায় এক নজর দেখার জন‍্য, পরে কেজি ৫শ টাকা দরে ১৩ হাজার ৫শ টাকা দিয়ে স্থানীয় ৪ জনে মিলে মাছটি কিনে নেন।

স্থানীয় ইউপি সদস‍্য আরেফ উল্লাহ ছুট্টুর সঙ্গে কথা বলে জানা যায় ঐ লেকটি বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১৫ বছর আগে বাধ দিয়ে নির্মাণ করে প্রায় ৫ হাজার কেজি বিভিন্ন মাছের পোনা ছাড়া হয় উক্ত লেকে, বর্তমানে কোন সীমানা প্রাচীন বা দেখভাল করার জনবল না থাকাই স্থানীয় লোকজন ইচ্ছা অনুযায়ী বড়শি, জাল ফেলে সাবাড় করে ফেলছে লেকের মাছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *