নভেম্বর থেকে যে দুটি ট্রেন চলবে পদ্মা সেতু হয়ে!

দেশজুড়ে

অক্টোবর ১৯, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ

ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত ১ নভেম্বর থেকে নতুন ট্রেন চলাচল শুরু হবে। প্রথমে এই পথে দুটি ট্রেন চলবে। এই পথে কোন দুটি ট্রেন চলবে.।বাংলাদেশ রেলেওয়ের মহা ব্যবস্থাপককে ব্যাবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপপরিচালক শওকত জামিল মোহসী স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

ওই পত্রে বলা হয়, বঙ্গবন্ধু সেতু দিয়ে খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস (৭২৫/৭২৬) ট্রেনের রুট ১ নভেম্বর থেকে পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে ট্রেন পরিচালনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস (৭৯৫/৭৯৬) ট্রেনের রুট ২ নভেম্বর থেকে পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে ট্রেন পরিচালনার প্রস্তাব দুটি অনুমোদন করা হলো। এ বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে পাঠানো হলো।

অর্থাৎ আগামী ১ নভেম্বর থেকে সুন্দরবন এক্সপ্রেস যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু এবং ২ নভেম্বর থেকে বেনাপোল এক্সপ্রেস যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে চলাচল করবে।

তবে নতুন পথের ভাড়া এখনও নির্ধারিত হয়নি। পদ্মা সেতু রুটের প্রস্তাবিত ভাড়া এই ট্রেন ২টিতে কার্যকর হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *