নতুন নির্বাচক প্যানেলে আসছেন কারা?

নতুন নির্বাচক প্যানেলে আসছেন কারা?

খেলা স্লাইড

ডিসেম্বর ১৭, ২০২৩ ৯:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ দলের নির্বাচক কমিটির মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচকদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) মধ্যে নির্বাচক কমিটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

২০১১ সাল থেকে বাংলাদেশ দলের নির্বাচক কমিটিতে রয়েছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন। ২০১৬ থেকে তিনি প্রধান নির্বাচক। দীর্ঘদিন ধরে তার সঙ্গে রয়েছেন আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিজয় দিবস প্রদর্শনী ম্যাচ শেষে বিসিবি সভাপতি বলেন, ‘আমি ৮ জানুয়ারির আগে ঢাকায় ফিরতে পারছি না। জাতীয় নির্বাচন শেষ করে ফল ঘোষণার পর আসব। এরপর বোর্ড সভা করে আমরা সিদ্ধান্ত নেব।’

নির্বাচককে সাবেক ক্রিকেটার হতে হবে কি না-এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। নির্বাচক প্যানেল বদলাতে পারে। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। এই কমিটির অনেকদিন হয়েছে। পরিবর্তন হওয়াটা ভালো। কাউকে দোষারোপ করে বাদ দেওয়া, মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেওয়া, এটা খুব খারাপ উদাহরণ তৈরি করে।’

তিনি বলেন, ‘আমাদের কমিটি আছে। তারা আগে নাম প্রস্তাব করবে। কারা আগ্রহী সেটা দেখে নিজেদের পছন্দ অনুযায়ী নাম দেবে। এরপর সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে, আমরা বাছাই করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *