ধসে পড়া বাড়ির নিচে একই পরিবারের ৫ জন, ১২৯ ঘণ্টা পর জীবিত উদ্ধার

ধসে পড়া বাড়ির নিচে একই পরিবারের ৫ জন, ১২৯ ঘণ্টা পর জীবিত উদ্ধার

আন্তর্জাতিক স্লাইড

ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ণ

তুরস্কে ভূমিকম্পের পাঁচদিন পর একই পরিবারের পাঁচজনকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। ধসে পড়া বাড়ির ভেতরে ১২৯ ঘণ্টা আটকে ছিলেন তারা।

গাজিয়ানতেপ প্রদেশের নারদাগ এলাকায় প্রথমে এক মা ও তার কন্যাকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনেন উদ্ধারকারীরা। এরপর তারা বাবার কাছে পৌঁছান। এ সময় তিনি আরো এক কন্যা ও ছেলেকে উদ্ধারের আহ্বান জানান।

শনিবার ভূমিকম্পের ১২৯ ঘণ্টা পর অন্তত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তীব্র শীতের মধ্যে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে বিরামহীন চলছে উদ্ধার অভিযান। মূলত আটকা পড়াদের জীবিত উদ্ধারে তৎপড়তা জোরালো করা হয়েছে। তবে ঘটনার পর এরই মধ্যে পাঁচদিন পাড় হয়েছে। এখন যদি কাউকে জীবিত উদ্ধার করা হয়, তা হবে ‘অলৌকিক’ ঘটনা।

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর পেরিয়ে গেছে পাঁচদিন। তাই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকাদের জীবিত উদ্ধারের আশা ফুরিয়ে আসছে। অথচ এখনো নিখোঁজ হাজারো মানুষ। তাদের উদ্ধারে আরো সময় দরকার। কিন্তু সময় ও আবহাওয়ার সঙ্গে প্রতিযোগিতায় ক্রমেই পিছিয়ে পড়ছেন উদ্ধারকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *