দোছড়ির ছাগলখাইয়ায় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের পাষবিক নির্যাতনে গৃহবধূ খুন

দোছড়ির ছাগলখাইয়ায় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের পাষবিক নির্যাতনে গৃহবধূ খুন

দেশজুড়ে

জুলাই ২৯, ২০২৩ ৯:৩৮ অপরাহ্ণ

এস এম হুমায়ুন কবির, কক্সবাজার।।

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের (১ নং ওয়ার্ড) ছাগলখাইয়া এলাকায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে মুন্নীজান নামের দুই সন্তানের জননীর খুন হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার বিররণে জানা যায়, ছাগলখাইয়া গ্রামের মোঃ হাসেমের পুত্র তানজিদের সাথে তিন বছর পূর্বে বিয়ে বন্ধনে আবদ্ধ হন মুন্নীজান (২৩) মুন্নীজানের পৈতৃক নিবাস রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া গ্রামে।

মুন্নীজানের হতভাগ্য পিতা আবুল হোছন জানান, বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন প্রায়ই নির্যাতন করতো মুন্নীজানকে। স্থানীয় ইউপি সদস্য সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বিভিন্ন সময়ে গ্রাম্য শালিসী বৈঠক এ নিয়ে দফায় দফায় মিমাংসা ও হয়েছে।

সর্বশেষ গত ২৮ জুলাই সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে প্রথমে স্বামী তানজিদ লোহার রড দিয়ে প্রহার শুরু করেন গৃহবধূ মুন্নীজানের উপর। স্বামী তানজিমের সাথে পাষবিক হিংস্রতায় শ্বশুর হাসেমসহ শ্বশুর বাড়ির লোকজনও হামলে পড়ে গৃহবধু মুন্নীজানের উপর। এলোপাতাড়ি মারধরে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাঠিতে লুটিয়ে পড়ে গৃহবধূ মুন্নীজান। এ ঘটনাকে গোপন রেখে ডায়রিয়া রোগে আক্রান্ত হওয়ার কথা বলে গোপনে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করান গৃহবধূ মুন্নীজানকে। সেখানে আজ (২৯ জুলাই) সকাল ৮ ঘটিকায় গৃহবধূ মুন্নী জান মারা যায়। এ ঘটনায় মুন্নী জানের স্বজনরা মুন্নীজানের শ্বশুর হাসেম সহ ৬ জনকে আটকে রাখলেও স্বামী তানজিদ কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় গৃহবধূ মুন্নীজানের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাগরিবের নামাজের পরই মুন্নীজানের জানাজার নামাজ পৈতৃকনিবাস শুকমনিয়ায় সম্পন্ন করে স্থানীয় কবরস্থানে মুন্নীজানের দাফন সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মুন্নীজানের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *