দেশ তখনই মানুষ হবে, মানুষ যখন হবে দেশি: মিম

দেশ তখনই মানুষ হবে, মানুষ যখন হবে দেশি: মিম

বিনোদন

ডিসেম্বর ১৬, ২০২২ ১১:১৯ পূর্বাহ্ণ

আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালে এই দিনে জয় পেয়েছিল বাঙালি জাতি। মহান বিজয় দিবসে বাঙালিরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন।

বিজয় দিবসে সব শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

শুক্রবার ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন- দেখতে দেখতে ৭১ এর ৫১ হয়ে গেল। বিজয়ের ৫১, বাংলাদেশের ৫১।

তিনি আরও বলেন, এক অন্য ধরনের গৌরবগাঁথা লিখা হয়েছিল আমাদের বীর যোদ্ধাদের হাত ধরে। আমরা পেলাম বিজয়, দেশ হলো মুক্ত। অথচ সেই বিজয়কেই আমরা মুক্ত হতে দিয়েছি কই? বরং বন্দি করে রেখেছি।

মিম লেখেন- আসুন, মুক্ত করি জয়। আমাদের জীবনে আবারও ফিরে আসুক বিজয়। বিজয় আসুক আমাদের ভাবনায়, ভালোবাসায়, বিজয় আসুক উদারতায়, সমতায়, অধিকারে, মানব আর দেশপ্রেমে। আসুন দেশটাকে সবাই ভালোবাসি, আরও বেশি। দেশ তখনই মানুষ হবে, মানুষ যখন হবে দেশি।

সবশেষ তিনি লেখেন- দেখতে দেখতে ৭১-এর আজ ৫১। আসুন দাঁড়াই একে অন্যর জন্য। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *