দেশের উন্নয়নে সরকার-প্রশাসন একসঙ্গে কাজ করতে হয়: তথ্যমন্ত্রী

দেশের উন্নয়নে সরকার-প্রশাসন একসঙ্গে কাজ করতে হয়: তথ্যমন্ত্রী

জাতীয় স্লাইড

জানুয়ারি ২৭, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়নে সরকার ও প্রশাসনকে একসঙ্গেই কাজ করতে হয়। আওয়ামী লীগও সবসময় প্রশাসনের সঙ্গে তাল মিলিয়ে কাজ করেছে। এ কারণেই গত ১৪ বছরে দেশ এত উন্নত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনোই প্রশাসনকে দলীয়করণ করেনি, ভবিষ্যতেও করবে না। উল্টোদিকে বিএনপি ও জাতীয় পার্টি যতবার ক্ষমতায় এসেছে, ততবার প্রশাসনকে দলীয়করণ করেছে।

তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সময় নানা গুজব ছড়ানো হয়। এসব গুজব ছড়ানোর কাজে কোন কোন মাধ্যম বেশি ব্যবহার হয়, তা খুঁজে বের করে তথ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।

ড. হাছান মাহমুদ বলেন, জেলা প্রশাসক সম্মেলন সরকারের একটি নিয়মিত কার্যক্রম। সরকারের কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হয় জেলা প্রশাসনের মাধ্যমে। কারণ জনগণ সবসময় জেলা প্রশাসনকেই কাছে পায়। এজন্য জেলা প্রশাসক সম্মেলন সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *