দিনব্যাপী দরিদ্র সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা….

স্বাস্থ্য

জুন ২১, ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ

প্রতিবেদক: রোজিনা আফরিন জনা

দিনব্যাপী দরিদ্র, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অল্প আয়ের মানুষসহ এলাকাবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটিয়ারায় প্রয়াত সমাজ সেবক মোরশিদ মোল্লার বসতবাড়ি প্রাঙ্গণে সাবেক বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে ঘাটিয়ারা মোল্লাবাড়ি যুব সংগঠনের সহযোগিতায় এই চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এখানে হৃদরোগ- বক্ষব্যাধি- রক্তনালীর বিশেষজ্ঞ – সার্জন, শিশু- মা, চর্ম -নাক- কান- গলা, ডেন্টাল চিকিৎসকসহ ১০ জন চিকিৎসক ও একটি মেডিকেল টিম অংশ নেয়। বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার করা হয় দিনভর। শুক্রবার সকাল আটটায় শুরু হয় চিকিৎসা সেবার কার্যক্রম। স্থানীয় এলাকাবাসী ছাড়াও গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেবা নিতে আসে। একই জায়গায় বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তার পাওয়ায় খুশি এলাকাবাসী। তাদের প্রত্যাশা মাসে মাসে এ ধরনের মেডিকেল ক্যাম্প করে জনগণকে উন্নত চিকিৎসা সেবা দেয়া হোক। আয়জকরা জানান, পিতার সমাজ সেবার ধারাবাহিকতা বজায় রাখতে এবং একই পরিবারে বর্তমান প্রজন্মে অনেকজন চিকিৎসক থাকায় এ ধরনের আয়োজন করেছেন তারা।

মেডিকেল ক্যাম্পে অংশ নেয়া ডাক্তাররা হলেন,হৃদরোগ বক্ষব্যাধি- রক্তনালীর রোগ বিশেষজ্ঞ ও সার্জন সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাঃ তারেক মোরশেদ,
আইটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ নাজরানা মর্তুজা , মেডিসিন ও চর্মরোগ বিভাগের ডাঃ ফারহানা হক, ডায়াবেটিসের ডাঃ শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম,মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ এ কে এম মনজুরুল করিম,
শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ওয়াহিদুল করিম,ডেন্টিস্ট ডাঃ এস এইচ এম সাইফুল্লাহ সারোয়ার,ডেন্টিস্ট ডাঃ নাফিসান নাহার আহমেদ, ডাঃ সাদি ওয়ালিদ, ডাঃ সিয়াম আব্দুল্লাহ ওয়াহিদ
সার্বিক সহযোগিতা করেছে মোরশিদ মোল্লা ফাউন্ডেশন, জাহাঙ্গীর ল চেম্বার, আল-রাজি ইসলামিয়া হাসপাতাল, জাহাঙ্গীর ফাতেমা টাওয়ার, জাহাঙ্গীর ফাতেমা মেডিকেল সেন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *