করোনায় একদিনে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

করোনায় একদিনে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

স্বাস্থ্য স্লাইড

মার্চ ১৫, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ

সারা বিশ্বে করোনাভাইরাসে আরো ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে আরো ৮৩ হাজার ২৫৫ জন।

আগের দিন (মঙ্গলবার) ৩৩৫ জনের মৃত্যু এবং প্রায় ৪৯ হাজার রোগী শনাক্ত হয়েছিল।

বুধবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১১ হাজার ৪০১ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১১৩ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫২৬ জন এবং মারা গেছেন ৪৪ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৩৭ জন এবং মারা গেছেন ২৭ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১১ জন এবং মারা গেছেন ৪৭ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৩ জন এবং মারা গেছেন ১৬ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫ জন এবং মারা গেছেন ২৮ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১৭ লাখ ৬১ হাজার ৩৪৫ জন। এরমধ্যে ৬৮ লাখ ১৩ হাজার ৩০৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *