তুরস্কে শুরু হবে রান-অফ নির্বাচন আজ

তুরস্কে শুরু হবে রান-অফ নির্বাচন আজ

আন্তর্জাতিক স্লাইড

মে ২৮, ২০২৩ ১০:২১ পূর্বাহ্ণ

তুরস্কে চলছে নির্বাচনী পরিবেশ। আজ তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে রান-অফ প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জানা যাবে কে হবে তুরস্কের আগামী প্রেসিডেন্ট।

আজ অনুষ্ঠিত হবে তুরস্কে ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন। গত ১৪ মে দেশটিতে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হয়েছিল। কিন্তু প্রধান দুই প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এবং প্রধান বিরোধী দলীয় নেতা কামাল কিলিচদারোগলুর কেউই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আজ দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তুরস্কের স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল ১১টা) ভোটগ্রহণ শুরু হবে। দুই দশকের বেশি সময় যাবত তুরস্ক শাসন করা এরদোগান প্রথমবারের মতো রান অফ ভোটের মুখোমুখি হচ্ছেন।

তুরস্কের ভোটারদের অনেকে মনে করছেন, দ্বিতীয় দফায় বিজয়ী হবেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এর মধ্য দিয়ে তার ২০ বছরের শাসনকাল আরো ৫ বছর বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, প্রথম দফার ভোটে এরদোগান পেয়েছেন ৪৯ দশমিক ২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পান প্রায় ৪৫ শতাংশ ভোট। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে প্রথম রাউন্ডেই জিতেছিলেন এরদোগান।

১৪ মে’র ভোটের দৌড়ে জনমত জরিপগুলো কিলিচদারোগলুকে এগিয়ে রেখেছিল। কিন্তু এরদোয়ান প্রত্যাশার চেয়ে ভালো করেছেন এবং এখন জয়ের জন্য গতি পেয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *