ড্রোন শক্তিতে বিশ্বের শীর্ষ ৩ দেশের মধ্যে একটি ইরান

আন্তর্জাতিক স্লাইড

সেপ্টেম্বর ১০, ২০২২ ৮:৫৮ পূর্বাহ্ণ

ইরান ড্রোন শক্তির দিক দিয়ে এখন বিশ্বের শীর্ষ তিনটি দেশের মধ্যে রয়েছে বলে দাবি করেছেন দেশটির একজন পদস্থ সেনা কমান্ডার।

শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির খতামুল আম্বিয়া সদরদফতরের কমান্ডার মেজর জেনারেল গোলাম-আলী রাশিদ তার দেশের ড্রোন সক্ষমতা সম্পর্কে এই তথ্য জানান।

তিনি বলেন, দেশের বাইরে থেকে আকাশপথে শত্রুর যেকোনো ধরনের আগ্রাসন প্রতিহত করতে এখন ইরান উচ্চমাত্রার সক্ষমতা অর্জন করেছে।

জেনারেল রশিদ ইরানের ইস্পাহান প্রদেশে চলমান সামরিক মহড়া পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন। তিনি বলেন, নিঃসন্দেহে বিশ্বের শীর্ষ তিন ড্রোন শক্তির একটি ইরান।

এর আগের দিন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সেনাবাহিনীর চলমান মহড়া পরিদর্শন করেন। তিনি বিভিন্ন সমরাস্ত্র বিশেষ করে হেলিবর্ন ইউনিটের সফল মহড়া ও অপারেশনের প্রশংসা করেন। জেনারেল বাকেরি বলেন, হেলিবর্ন ইউনিটের মহড়ার মধ্যদিয়ে তাদের সর্বোচ্চ মাত্রার যুদ্ধ প্রস্তুতি যাচাই করা হয়েছে।

সূত্র: প্রেসটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *