ডুমুরিয়ায় নিসচা’র আয়োজনে জনসচেতনতা মুলুক লিফলেট বিতরণ ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

দেশজুড়ে

সেপ্টেম্বর ১২, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ

নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে জনসচেতনতা মুলুক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনার মাধ্যমে মামলা ও গাড়ী আটক করা হয়েছে।

মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে,নিরাপদ সড়ক চাই’র ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মুহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল এর সঞ্চালনায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খুলনা বিআরটি এর পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ আলম,সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার আশরাফ হোসেন,খুলনা জেলা ট্রাফিক পুলিশের এর টি আই মাসুম বিল্লাহ,খর্ণিয়া হাইওয়ে পুলিশ,ডুমুরিয়া ফায়ার সার্ভিস স্টেশন ও ডুমুরিয়া থানা প্রশাসন। এসময় আরও উপস্থিত ছিলেন,নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম সোহাগ খান, প্রচার সম্পাদক আরিফুজ্জামান নয়নসহ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জনসাধারণের যাতায়াত সহজ করতে একে অপরের সহযোগী হয়ে রাস্তাকে চলাচলের জন্য নিরাপদ করতে হবে, যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়া, যত্রতত্র ভাবে রাস্তার পাশে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি না করা যাবেনা, রাস্তায় চলাচলের সময় প্রতারক চক্রের খপ্পরে পরা যাবেনা।

উক্ত কর্মসূচি শেষে খুলনা ট্রাফিক পুলিশ এবং খর্ণিয়া হাইওয়ে পুলিশের অভিযানে বাস, ট্রাক মোটরসাইকেলে বিভিন্ন ধারায় মোট ৯ টি মামলা ও ৫ যানবাহন আটক করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *