ডলার দাম নিয়ে পাকিস্তানি তারকা ব্যাটারের রসিকতা

খেলা

মে ২২, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশের অবস্থান বেশ ভালো হলেও দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর অর্থনীতি অস্থির সময় পার করছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, শ্রীলংকার পরিণতির দিকে ক্রমশই এগিয়ে যাচ্ছে পাকিস্তান। রাজনৈতিক অস্থিরতায় দেশটির অর্থনৈতিক সংকট ঘনীভূত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

ইতোমধ্যে দেশটিতে ডলারের দাম আকাশছোঁয়া। এক মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মূল্য দাঁড়িয়েছে ২০০.৪৫ রুপি!

পাকিস্তানি রুপির বিপরীতে ডলারের দাম যেন আর না বাড়ে সে আশা ব্যক্ত করেছেন তিনি।

নিজের রেকর্ডের সঙ্গে তুলনা করে ফখর জামান বলেছেন, ‘আমার ২১০ রানের রেকর্ড যেন না ভাঙতে পারে ডলার, এটিই আমার চাওয়া।’

ক্রিকেট পাকিস্তানের উদ্ধৃতি দিয়ে এক সাংবাদিকের প্রশ্নে এ হাস্যকর জবাব দেন ফখর।

দেশের এমন অর্থনৈতিক পরিস্থিতিতেও পাকিস্তানি ক্রিকেটারদের উপবৃত্তি বৃদ্ধি করায় পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার ভূয়সী প্রশংসা করেন ফখর জামান।

তিনি বলেন, ‘এটি একটি ভালো বিষয় যে রমিজ রাজা মাসিক উপবৃত্তি বৃদ্ধি নিশ্চিত করেছেন। মিটিংয়ে তিনি খুবই সহযোগিতা করেছিলেন। তিনি শেয়ার করেছেন। এ বেতন বৃদ্ধি আমাদের ক্রিকেটকে উপকৃত করবে।’

উল্লেখ্য, পাকিস্তানের হয়ে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ২১০ রানের রেকর্ড রয়েছে ফখর জামানের, যা এখন অবধি অটুট রয়েছে।  ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৬ বলে রেকর্ডটি গড়েন তিনি। তার সেই রেকর্ডের ধারেকাছেও নেই দেশটির অন্য কোনো ক্রিকেটার।

সে কথা বোঝাতেই ফখর জানালেন, আর কেউ না পারলেও পাকিস্তানে মার্কিন ডলারের দাম তার রেকর্ড ছুঁয়ে ফেলার দ্বারপ্রান্তে রয়েছে।

তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *