ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা ৫০ শতাংশ কমালো সৌদি আরব

ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা ৫০ শতাংশ কমালো সৌদি আরব

আন্তর্জাতিক

এপ্রিল ৭, ২০২৪ ৯:৫২ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানায় ডিসকাউন্ট ঘোষণা করেছে সৌদি আরব সরকার। ঘোষণায় বলা হয়েছে, আগামী ১৮ এপ্রিলের আগে হওয়া জরিমানাগুলো শোধ করার ক্ষেত্রে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর লক্ষ্য ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের দ্রুত জরিমানা নিষ্পত্তি করতে উৎসাহিত করা।

সৌদি অর্থ মন্ত্রণালয় এবং ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্তৃপক্ষের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের জরিমানা নিষ্পত্তি করতে ৬ মাস সময় দেওয়া হয়েছে।

তারা চাইলে একবারে সমস্ত জরিমানা দিতে পারবেন অথবা প্রতিটি জরিমানা পৃথকভাবে নিষ্পত্তি করতে পারবেন, যদি না তারা কোনো নিরাপত্তাসম্পর্কিত অপরাধ করেন।

তবে এই ডিসকাউন্ট সময়ের পরে ঘটা যেকোনো আইন লঙ্ঘনের জন্য ফের ট্রাফিক আইনের ৭৫ ধারা বলবৎ করা হবে। ৭৫ ধারা অনুযায়ী, একবার আইন লঙ্ঘনের জন্য জরিমানা ২৫ শতাংশ হ্রাস করার সুযোগ দেওয়া হয়।

তবে জরিমানা হওয়ার পর তা সময়মতো পরিশোধ না করা হলে সম্ভাব্য কারাদণ্ড ও আইনি পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়।

সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *