টি-টোয়েন্টি বিশ্বকাপেও রোহিতকে দরকার

খেলা

নভেম্বর ২৪, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ

সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন রোহিত শর্মা। এই অভিজ্ঞ ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়েই বেশিরভাগ ম্যাচে উড়ন্ত শুরু পেয়েছে ভারত। তার স্ট্রাইকরেট ছিল চোখে পড়ার মতো। যা টি-টোয়েন্টিতে আরো বেশি গুরুত্বপূর্ণ। তবে ভারতীয় গণমাধ্যমের গুঞ্জন জাতীয় দলের জার্সিতে আর টি-টোয়েন্টি খেলবেন না তিনি।

লম্বা সময় ধরেই টি-টোয়েন্টি খেলছেন না রোহিত। মূলত ২০২৩ বিশ্বকাপের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই পরিকল্পনায় বেশ সফলও হয়েছেন এই ওপেনার। বিশ্বকাপে ১১ ম্যাচে ৫৯৭ রান করে সেরা রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে ছিলেন তিনি। এমন ইনফর্ম ব্যাটারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও চান গৌতম গম্ভীর। এমনকি অধিনায়ক হিসেবেই রোহিতকে চান ভারতের সাবেক এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘তাদের (রোহিত ও কোহলি) দুজনকেই দলে নেয়া উচিত। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে দেখতে চাই। আপনি যদি রোহিতকে নেন, যা আসলে হওয়া উচিত। বিরাট এমনিতেই বাছাই হবে। রোহিত যদি বিশ্বকাপ খেলতে চায় তাহলে তাকে অধিনায়ক হিসেবে নেয়া উচিত যে ব্যাটিং করতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *