ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান নাইম

ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান নাইম

দেশজুড়ে

অক্টোবর ৪, ২০২২ ১১:০৩ পূর্বাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ২ ও ৩ অক্টোবর রোববার ও সোমবার রাতে উপজেলার ৭টি ইউনিয়নের ১৮টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের বিষয়েও তিনি খোঁজখবর নেন। এসময় প্রতিটি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান তুলে দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান, নলকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী ফর্শা, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ধলু, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ নজরুল ইসলাম, মুজিবুর রহমান, উমর আলী, ছাত্রলীগের সভাপতি মুসিউর রহমন, ছামিউল হক রনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, এবছর ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে ১৮টি মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দুর্গাপূজা উদযাপনের লক্ষে প্রতিটি মণ্ডপে সরকারি অনুদানের পাশাপাশি প্রতিটি মণ্ডপে নেওয়া হয়েছে পুলিশী কড়া নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *