ঝিনাইগাতীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঝিনাইগাতীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দেশজুড়ে

ডিসেম্বর ১৪, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ

মুরাদ শাহ জাবাল, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর, বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পনও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্টানের আয়োজন করা হয়। দিবসটি পালন উপলক্ষে বিকালে উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক আল মাসুদ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, মোমবাতি প্রজ্জলন ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এর আগে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা জাসদের সাধারন সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী রাজনৈতিক দলের নেতা কর্মিরা অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *