জি-২০ সম্মেলনে পুতিন যোগ দিচ্ছে না: মোদি-পুতিন ফোনালাপ

আন্তর্জাতিক

আগস্ট ২৯, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ

দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলনে যোগ দিতে পারছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে কথা বলার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। পুতিন বলেছেন, আসন্ন জি২০ সম্মেলনে তার হয়ে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দিল্লিতে উপস্থিত থাকবেন

মঙ্গলবার ২৯ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, দিল্লিতে সেপ্টেম্বরে ১০ তারিখ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জি২০ সম্মেলন

ভারত এক বিবৃতিতে জানায়, পুতিন এসময় দুদেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও বৈশ্বিক ঘটনা নিয়েও সচেতনামূলক আলোচনা করেছেন এই দুনেতা

এর আগে গত সপ্তাহের শেষেও রুশ সরকারের এক মুখপাত্রও এই বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘পুতিনের ব্যস্ত সূচির কারণে সেপ্টেম্বরে দিল্লির জি২০ সম্মেলনে যোগ দিতে পারবেন না তিনি

বিশ্বের ১৯টি ধনী দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে জি২০ গঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *