জাবি'র ৪৩ তম আবর্তনের রাজা হলেন বিপ্লব ও রানী প্রীতি

জাবি’র ৪৩ তম আবর্তনের রাজা হলেন বিপ্লব ও রানী প্রীতি

শিক্ষা

ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৮:২৮ পূর্বাহ্ণ

জাবি প্রতিনিধি,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪৩ তম আবর্তনের (২০১৩-১৪ শিক্ষাবর্ষ) “শিক্ষা সমাপনী উৎসব” অনুষ্ঠানের রাজা নির্বাচিত হলেন শফি কামাল বিপ্লব ও রানী নির্বাচিত হলেন শাহিনুর আকতার প্রীতি।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়। ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্ৰীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে দিনব্যাপী ভোটগ্রহন অনুষ্ঠিত হয় ।

৪৩ ব্যাচের সকল শিক্ষার্থী এ নির্বাচনে ভোট প্রদান করেন। বিকেলের দিকে ছিল উপচে পড়া ভীড়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ হাজার ২ শত ৩৭ জন। তারা রাজা ও রানী পদে একটি করে ভোট দিয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার তহিদুল ইসলাম।

রাজা পদে নির্বাচন করেন ৪৩ তম আবর্তনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বাংলা বিভাগের শিক্ষার্থী শফি কামাল বিপ্লব এবং মীর মোশাররফ হোসেন হল ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিপ্লব হোসাইন।

রানী পদে হাড্ডাহাড্ডি লড়াই হয় শাহিনুর আকতার প্রীতি ও পন্নি এর মধ্যে।

প্রতি ব্যাচ থেকে রাজা রানী নির্বাচন করে “শিক্ষা সমাপনী অনুষ্ঠান” পালন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। তবে এ অনুষ্ঠান আগে “র্যাগ-ডে” নামে পরিচিত হলেও সম্প্রতি হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে র‌্যাগ অনুষ্ঠান আয়োজন করার নিষেধাজ্ঞা থাকায় নাম পরিবর্তন করে আয়োজিত হচ্ছে এ অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *