জাবির সিনেট নির্বাচনে ভোটার উপস্থিতির হার ৯০ শতাংশ

দেশজুড়ে

অক্টোবর ১৬, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সিনেটের ৩৩জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে ৬১৩ জন ভোটারের মধ্যে ৫৭৭ জন ভোটার ভোটপ্রদান করেছেন যা মোট ভোটারের ৯০ শতাংশ।

রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান বলেন, সকাল ৯ টা থেকে ভোটগ্রহণ যথারীতি শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলার পরেও ভোটার উপস্থিতির কারণে বুথের সংখ্যা বৃদ্ধি করার পাশাপাশি দুপুর ২ টা ৩০ মিনিট পর্যন্ত অব্যাহতভাবে ভোটগ্রহণ চলে। এতে ৬১৩ জন ভোটারের মধ্যে মোট ৫৭৭ জন ভোটার ভোট দিয়েছেন। দুপুরের বিরতির পর বিকেল ৪ টা থেকে সিনেট হলে এজেন্টদের উপস্থিতিতে ভোট গনণা শুরু হবে। ভোট গণনা শেষে সিনেট সভাপতির সম্মতিতে ভোটের ফল ঘোষণা করা হবে।
ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছি। এর পর পরই সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পারা অবশ্যই আনন্দের ব্যাপার। যারাই নির্বাচিত হোক আশা করি সুন্দরভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনায় অবদান রাখবেন।
উল্লেখ্য, সর্বশেষ সিনেটের সর্বশেষ শিক্ষক প্রতিনিধি  নির্বাচন ২০১৫ সালের ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিলো। এবার দীর্ঘ ৮ বছর পর জাবিতে গনতান্ত্রিক উপায়ে সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হচ্ছে। এতে শিক্ষক রাজনীতি গতি ফিরে পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *