জাপোরিঝিয়ায় হামলা চালানো সেই হাউইটজার ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক

আগস্ট ২৭, ২০২২ ৯:৪৭ পূর্বাহ্ণ

ইউক্রেনের জাপোরিঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাতে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের তৈরি এম৭৭৭ হাউইটজার কামান ধ্বংসের দাবি করেছে রাশিয়া।  রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের মধ্য-পূর্ব দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের মারহানেট শহরের পশ্চিমে হাউইটজার ধ্বংস করা হয়েছে।

অবশ্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবির ব্যাপারে কিয়েভের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। রয়টার্সও ওই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

ইউক্রেনের আটটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মস্ত্রণালয় বৃহস্পতিবার জানান, দুটি পৃথক হামলা চালিয়ে ইউক্রেনীয় বিমানবাহিনীর আটটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কোনাশেনকভ একটি দৈনিক ব্রিফিংয়ের সময় বলেন, এক ছন্দে, ইউক্রেনের কেন্দ্রীয় পোলতাভা অঞ্চলের মিরগোরোড শহরের কাছে একটি ইউক্রেনীয় বিমানঘাঁটিতে নির্ভুল হামলা চালিয়ে দুইটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *