জাতিসংঘে হাই রিপ্রেজেন্টিটিভ হিসেবে নিয়োগ পেলেন রাবাব ফাতিমা

জাতীয় স্লাইড

জুন ১০, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিশ্ব সংস্থাটির হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ পেয়েছেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস স্থানীয় সময় বৃহস্পতিবার বাংলাদেশি দূতকে এ নিয়োগ দেন।

জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রাবাব ফাতিমা স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপ দেশগুলোর হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবেন।

১৯৮৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া রাবাব ফাতিমা জাতিসংঘের এই পদে জ্যামাইকার কোর্টনি রাতারির স্থলাভিষিক্ত হবেন। দীর্ঘ কর্মজীবনে পেশাদার এই কূটনীতিক নিউইয়র্ক, কলকাতা, জেনেভা ও বেইজিংয়ে দায়িত্ব পালন করেছেন।

নিউইয়র্কে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নেওয়ার আগে তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও কমনওয়েলথে কাজ করেছেন।

রাবাব ফাতিমা ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতির ওপর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *