জরুরি প্রকল্পগুলো আগে বাস্তাবায়ন করা হবে: অর্থমন্ত্রী

জাতীয় স্লাইড

জুলাই ২২, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ণ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যেসব প্রকল্প এ মুহূর্তে করা প্রয়োজন শুধু সেগুলো বাস্তবায়ন করা হবে। বাকিগুলো আপাতত স্থগিত থাকবে।

বৃহস্পতিবার এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাহায্য নিয়েই কাজ করা হচ্ছে। যেগুলো অত্যন্ত জরুরি প্রকল্প, সেগুলো আগে বাস্তবায়ন করা হবে। প্রকল্পের ক্ষেত্রে আমরা এ, বি, সি ভাগ করে দিয়েছি।

তিনি বলেন, প্রয়োজন হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ নেয়া হবে। তারা যা বলে আমরা তা করি। আর্থিক সহায়তা যখন লাগবে তখন আমরা নেব। তখন সবাই জানতে পারবেন।

এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগামী তিন বছরে আইএমএফের কাছ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ ঋণ দিতে সংস্থাটিও আগ্রহ দেখিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *