জয়ের সম্ভাবনা জাগিয়েও ৩ উইকেটের হার বাংলাদেশের

জয়ের সম্ভাবনা জাগিয়েও ৩ উইকেটের হার বাংলাদেশের

খেলা স্লাইড

ডিসেম্বর ২৫, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ

ভারতের দলীয় ৭৪ রানে ৭ উইকেট তুলে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে অষ্টম উইকেট জুটিতে শ্রেয়াস আইয়ার ও রবীচন্দ্রন অশ্বিনের ১০৫ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস ৩ উইকেটে হারিয়ে দেয় স্বাগতিকদের।

এই টেস্ট হেরে দুই ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। রোববার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন সকালেই ভারতের ৩টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। জয়দেব উনাদকাটকে ব্যক্তিগত ১৩ রানে এলবি করেন সাকিব আল হাসান। এরপর পর পর দুই ওভারে ভয়ঙ্কর ঋশভ পন্থ (৯) ও অক্ষর প্যাটেলকে (৩৪) বিদায় করে টেস্টে নমব বারের মতো পাঁচ উইকেট তুলে নেন।

তবে এরপর অষ্টম উইকেটে আইয়ার ও অশ্বিন হতাশ করেন বাংলাদেশকে। দুজনেই অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। আইয়ার ৪৬ বলে ৪টি চারে ২৯ রান করেন। আর অশ্বিন ৬২ বলে ৪টি ও একটি ছক্কায় ৪২ রান করেন।

মিরাজ ১৯ ওভারে ৬৩ ৫টি উইকেট নেন। সাকিব দখল করেন ২টি।

এর আগে তৃতীয় দিন ৪ উইকেট হারিয়ে ৪৫ রানে মাঠ ছেড়েছিল ভারত।

বাংলাদেশ প্রথম ইনিংসে ২২৭ করে। জবাবে ৩১৪ রানে প্রথম ইনিংসে অলআউট হয় ভারত। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৩১ রান করলে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *