জয়সওয়ালের সেঞ্চুরিতে ৩২২ রানে এগিয়ে ভারত

জয়সওয়ালের সেঞ্চুরিতে ৩২২ রানে এগিয়ে ভারত

খেলা

ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৯:১০ পূর্বাহ্ণ

জসবি জয়সওয়ালের (১০৪) সেঞ্চুরিতে ভর করে রাজকোট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ভারতের লিড ৩২২ রান।

শনিবার সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয়দিন শেষে স্বাগতিকরা এগিয়ে ৩২২ রানে। হাতে তাদের দ্বিতীয় ইনিংসের আট উইকেট। সিরাজের তোপের মুখে কাল মাত্র ৯৫ রানে শেষ আট উইকেট হারিয়ে ৩১৯ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারতের সংগ্রহ দুই উইকেটে ১৯৬। শুবমান গিল ৬৫ ও কুলদীপ যাদব তিন রানে অপরাজিত।

আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান জয়সওয়াল এবার নয় চার ও পাঁচ ছক্কায় ১৩৩ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন। পিঠের চোটে ভোগা ২২ বছর বয়সি ওপেনারের তৃতীয় টেস্ট শতক এটি। দলের প্রয়োজনে আজ আবার ব্যাটিংয়ে নামতে পারবেন জয়সওয়াল।

মায়ের অসুস্থতার খবরে দ্বিতীয়দিন শেষে ম্যাচ ছেড়ে রবিচন্দ্রন অশ্বিন নিজের শহর চেন্নাইয়ে ফিরে যাওয়ায় ব্যাটিং ও বোলিংয়ে ১০ জনের দলে পরিণত হয়েছে ভারত। তবে সেই ধাক্কা টলাতে পারেনি স্বাগতিকদের।

অধিনায়ক রোহিত শর্মা ১৯ রানে থেমে গেলেও দ্বিতীয় উইকেটে জয়সওয়াল ও গিলের ১৫৫ রানের জুটি ভারতকে চালকের আসনে বসিয়ে দেয়। পিঠের অস্বস্তি নিয়ে জয়সওয়াল মাঠ ছাড়ার পর রজত পাতিদার শূন্য রানে ফিরলেও গিলের ব্যাটে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।

এর আগে দুই উইকেটে ২০৭ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড নাটকীয় ব্যাটিং ধসে ৩০০ পেরিয়ে গুটিয়ে যায়। ১৩৩ রান নিয়ে দিন শুরু করে ১৫৩ রানে থামেন বেন ডাকেট।

এরপর যা একটু লড়াই করেন অধিনায়ক বেন স্টোকস (৪১)। মাত্র ২০ রানে শেষ পাঁচ উইকেট হারায় সফরকারীরা। ৮৪ রানে চার উইকেট নিয়ে ভারতের সেরা বোলার সিরাজ। দুই স্পিনার কুলদীপ ও জাদেজা নেন দুটি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *