ছাত্রলীগ সমাবেশ সফল করতে ছাত্রলীগের ১০ নির্দেশনা

দেশজুড়ে

আগস্ট ৩১, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি,

ঐতিহাসিক রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ করবে ছাত্রলীগ। নেয়া হয়েছে সব প্রস্তুতি। সমাবেশ সফল করতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি জরুরি ও অবশ্য পালনীয় সাংগঠনিক নির্দেশনাবলি দিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বেচ্ছায় পদত্যাগ করলেন ছাত্রলীগের ২৯ নেতা
বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি জরুরি ও অবশ্য পালনীয় সাংগঠনিক নির্দেশাবলিগুলো হলো :

১. সর্বাবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে হবে। শৃঙ্খলার ব্যত্যয় ঘটে এমন যে কোন কর্মকাণ্ডের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে।

২. যে কোন বিশৃঙ্খলার সাথে জড়িত ব্যক্তি অথবা ইউনিটের প্রতি তাৎক্ষণিক, চূড়ান্ত ও স্থায়ী সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩. সমাবেশে প্রবেশে আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৪. সমাবেশ স্থলে কোনভাবেই ব্যানার নিয়ে প্রবেশ করা যাবে না।

আরও পড়ুন
ঢাকায় ৫ লক্ষাধিক শিক্ষার্থী সমাগম করবে ছাত্রলীগ
৫. স্বেচ্ছাসেবকদের সরবরাহকৃত উপকরণ ব্যতীত পতাকা, ফেস্টুন নিয়ে সমাবেশে প্রবেশ করা যাবে না।

৬. নির্ধারিত সময়ে গেট খুললে দ্রুততম সময়ে শৃঙ্খলার সাথে প্রবেশ করতে হবে।

৭. সমাবেশস্থলে একাধিকবার প্রবেশ ও বাহির হওয়া থেকে বিরত থাকতে হবে।

৮. শারীরিক যে কোন সমস্যার ক্ষেত্রে মেডিকেল ক্যাম্পে যোগাযোগ করতে হবে।

৯. সমাবেশ স্থল ও এর আশেপাশের এলাকার পরিবেশ, পরিচ্ছন্নতা নিশ্চিতে সতর্ক থাকতে হবে।

১০. জনদুর্ভোগ পরিহার করতে হবে এবং অযথা যানজট সৃষ্টি না করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *