চ্যাটজিপিটির ভুল ধরলে ২১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার

চ্যাটজিপিটির ভুল ধরলে ২১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

এপ্রিল ১৫, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ

দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টির পর এবার নতুন ঘোষণা করেছে চ্যাটজিপিটির স্রষ্টা ওপেনএআই। কৃত্রিম বুদ্ধিমত্তার সিস্টেমে বাগ বা কোনো সমস্যা ধরে দিতে পারলেই বিপুল টাকা পুরস্কার দেবে প্রতিষ্ঠানটি।

চ্যাটজিপিটি চ্যাটবট প্রস্তুতকারী সংস্থা ওপেনএআই জানিয়েছে, এআই সিস্টেমে কোনো দুর্বলতা বা সমস্যার বিষয়ে রিপোর্ট করলেই ব্যবহারকারীদের ২০হাজার ডলার (প্রায় ২১ লাখ ২৭ হাজার টাকা) দেবে কোম্পানি। ওপেনএআই ‘বাগ বাউন্টি প্রোগ্রাম’-এর মাধ্যমে এই টাকা দেওয়া হবে।

ওপেনএআই বলেছে, বাগ পিছু ২০হাজার ডলার (প্রায় ২১ লাখ ২৭ হাজার টাকা) পাবেন প্রাপক। তবে সেটি নির্ভর করবে বাগের বা সমস্যার গুরুত্ব কতটুকু তার উপর। চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানের মালিক স্যাম অল্টম্যান নিজেই এই ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি প্রথম ইউরোপীয় দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার সাময়িকভাবে নিষিদ্ধ করেছে ইতালি। দেশটির সরকারি তথ্য সুরক্ষা সংস্থা জানিয়েছে, ডিজিটাল দুনিয়ায় তথ্যের গোপনীয়তা রক্ষার উদ্দেশ্যে চ্যাটজিপিটি নিষিদ্ধ করা হয়েছে। ইতালির এই সিদ্ধান্তের পর ইউরোপের অন্যান্য দেশও চ্যাটজিপিটিকে নিষিদ্ধ বা কঠোর বিধিনিষেধ দেওয়া যায় কি না, এ বিষয়ে আলোচনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *