চিকিৎসকের প্রেসক্রিপশনে লেখা কোন সঙ্কেতের কী অর্থ?

স্বাস্থ্য

জুন ১৮, ২০২২ ১:১৫ অপরাহ্ণ

ছোট খাটো অসুস্থতা ঘরোয়া চিকিৎসায় সারলেও, জটিল কোনো রোগে আক্রান্ত হলে তখন চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি হয়ে পড়ে। নইলে সুস্থ হওয়া কঠিন হয়ে যায়। তাইতো রোগীরা চিকিৎসকের কাছে কৃতজ্ঞ থাকেন।

চিকিৎসক অসুখ বুঝে রোগীর নিরাময়ের পথ বাতলে দেন প্রেসক্রিপশনে। কিন্তু অনেক সময় এমন কিছু শব্দ বা চিহ্ন সেই প্রেসক্রিপশনে থাকে যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না। চলুন জেনে নেয়া যাক তেমনই কিছু ডাক্তারি পরিভাষার অর্থ-

১। আর এক্স: চিকিৎসা

২। কিউ: প্রত্যেক

৩। কিউ ডি: প্রতিদিন

৪। কিউ ও ডি: এই দিন ছাড়া প্রতিদিন

৫। কিউ এইচ: প্রতি ঘণ্টায়

৬। এস: বাদ দিয়ে

৭। সি: সঙ্গে

৮। এস ও এস: জরুরি ভিত্তিতে করণীয়

৯। এ সি: খাবার খাওয়ার আগে

১০। পি সি: খাবার খাওয়ার পরে

১১। বি আই ডি: দিনে দু’বার

১২। টি আই ডি: দিনে তিন বার

১৩। বি ডি/ বি ডি এস: দিনে দু’বার ওষুধ নিতে হবে

১৪। টি ডি এস: দিনে তিন বার ওষুধ নিতে হবে

১৫। কিউ টি ডি এস: দিনে চার বার ওষুধ নিতে হবে

১৬। বিটি: শোয়ার সময়

১৭। বিবিএফ: প্রাতরাশের আগে

তবে মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে স্থানভেদে এই সঙ্কেত বদলাতেও পারে। অনেক সময় চিকিৎসকরা অন্যভাবেই নির্দেশ লিখতে পারেন। ফলে এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি চিকিৎসককে জিজ্ঞাসা করাই বাঞ্ছনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *