চন্দ্রদ্বীপে ‘এস.ডি সমাজকল্যাণ সংস্থা’ অগ্রণী ভূমিকা পালন করছে

দেশজুড়ে

অক্টোবর ১০, ২০২২ ৪:২০ অপরাহ্ণ

মো. দুলাল হোসেন (নিজস্ব প্রতিবেদক):

পটুয়াখালীর বাউফল উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন ১১টি চর নিয়ে গঠিত চন্দ্রদ্বীপ একটি অবহেলিত ইউনিয়ন যেখানে প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচতে হয় প্রমত্তা তেতুঁলিয়া নদীর সর্বগ্রাসী হানা হতে । এ ক্ষুদ্র জনপদে প্রায় ২২ হাজার লোকের বসবাস । এখানকার অধিকাংশই হচ্ছে জেলে, কৃষক শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ।
অধিকার বঞ্চিত পিছিয়ে পড়া এ জনগোষ্ঠী এখনো শিক্ষা ও সামাজিক
উন্নয়নে পিছিয়ে আছে। এই আধুনিক যুগেও যারা ঝাড়-ফুক আর কুসংস্কারে বিশ্বাসী। এ অবহেলিত জনপদে সামাজিক উন্নয়নমূলক কাজ করার প্রয়াসে একদল যুবক প্রতিষ্ঠা তুলেছেন ‘এস.ডি সমাজকল্যাণ সংস্থা’ নামের একটি সামাজিক সংগঠন।

যার মাধ্যমে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২০ সালে চন্দ্রদ্বীপ ইউনিয়নে ৬জন যুবক ও
এক সচেতন গৃহিণী মিলে প্রতিষ্ঠা করেন ‘এস.ডি সমাজকল্যাণ
সংস্থা’। প্রতিষ্ঠার পর থেকে সমাজিক উন্নয়ন মুলক কর্মকান্ড করে
আসছে সংস্থাটি। বাল্যবিবাহ ও মাদক বিরোধী বিভিন্ন সচেতনতা
সভা-সেমিনার করছে তাঁরা। এছাড়াও বিচ্ছিন্ন এ জনপদে শিক্ষার হার তুলনামূলক অনেক কম। যার কারনে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার
কমিয়ে আনতে কাজ করছে সংস্থাটি। ২২ হাজার মানুষের জনপদে
একটি মাত্র মাধ্যমিক বিদ্যালয়। ছাত্র-ছাত্রী সংখ্যাও কম। রয়েছে জনবল সংকট। শিক্ষার মান উন্নয়নেও কাজ করছে ওই সংস্থা। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের দিচ্ছেন সম্মাননা ও বৃত্তি। এছাড়াও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংস্থাটি। চন্দ্রদ্বীপ ইউনিয়নের আগুনে পুড়ে সব হারানো দুইটি পরিবার ও ভারতে আটকে থাকা ১১টি জেলে পরিবারের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের আ.স.ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মো. আবদুর রব বলেন,‘ তাঁরা কয়েকজন যুবক একটি সংগঠন
পরিচালনা করছেন। যার মাধ্যমে চন্দ্রদ্বীপের শিক্ষার আলো বঞ্চিত শিশুদের বিদ্যালয় মূখী করতে কাজ করছে। এটা প্রশংসানীয়।
এস.ডি সমাজকল্যাণ সংস্থার সভাপতি ও ইউপি সদস্য মো. কামাল হোসেন
জানান,‘ চন্দ্রদ্বীপ ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন। এখানকার মানুষ মৌলিক চাহিদা হতে অনেকটা বঞ্চিত। অবহেলিত এ ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা পথচলা শুরু করছি। চন্দ্রদ্বীপে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য মৎস্যচাষ, হাঁস- মুরগী , গবাদিপশু পালন, মা ও শিশুর পরিচর্যা, নিরক্ষতা দূরীকরণ ও আর্থ সামাজিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।
এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন,‘
সংস্থাটির নিবন্ধনের জন্য আবেদন করা হয়। ইতি মধ্যে তাদের নামের
ছাড়পত্র দেওয়া হয়েছে। চুড়ান্ত অনুমোদনের জন্য গোয়েন্দা তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *