চকবাজার অগ্নিকাণ্ড: নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পাবে ২ লাখ টাকা

জাতীয় স্লাইড

আগস্ট ১৬, ২০২২ ১২:১৯ অপরাহ্ণ

চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, সোমবার রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই বরিশাল হোটেলের কর্মচারী বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা একে একে ছয়জনের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে, নিহতরা হলেন- শরীয়তপুরের দক্ষিণ বড় কাসমা ইউনিয়নের আবুল কাশেম সরদারের ছেলে ওসমান সরদার (২৫), বরিশালের হিজলা উপজেলার শঙ্কর পাশা ইউনিয়নের পূর্ব টয়কা গ্রামের মৃত আলম সরদারের ছেলে বিল্লাল হোসেন এবং একই এলাকার মোস্তফা মাঝির ছেলে মোতালেব হোসেন (১৬)।

এছাড়া হবিগঞ্জের লাখাই উপজেলার বামই ইউনিয়নের রাকেশ সরকারের ছেলে স্বপন সরকার (১৮), কুমিল্লার চান্দিনা উপজেলার মো. শরীফ (১৫), মাদারীপুরের কালকিনি উপজেলার রুবেল হেলাল।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১২টার দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানা ও গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ঐ ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *