ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে সিত্রাং, সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে সিত্রাং, সমুদ্রবন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত

জাতীয় স্লাইড

অক্টোবর ২৪, ২০২২ ৮:১৪ পূর্বাহ্ণ

আন্দামান সাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি এখন বাংলাদেশের দিকে মুখ করে দ্রুতগতিতে এগোচ্ছে। ফলে সব সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় সিত্রাং।

রোববার রাতে আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর গুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

এদিন সন্ধ্যায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিমি দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিমি দক্ষিণে অবস্থান করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *