গুগলে কেউ আপনাকে খুঁজছে, যেভাবে পাবেন ‘অ্যালার্ট’

গুগলে কেউ আপনাকে খুঁজছে, যেভাবে পাবেন ‘অ্যালার্ট’

বিজ্ঞান ও প্রযুক্তি স্পেশাল

সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১২:০৪ অপরাহ্ণ

গুগলের মাধ্যমে এখন বিশ্বের নানা প্রান্তের অসংখ্য তথ্য হাতের মুঠোয়। বাদ নেই ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যও। এখন, ব্যবহারকারীরা তাদের নিজেদের বিষয়ে ডেটা, বিশেষত গুগল অনুসন্ধান ফলাফল থেকে যোগাযোগের তথ্য খুঁজে পেতে এবং তা সরাতে সক্ষম হবেন।

এর কারণ হলো যখনই ব্যবহারকারীর যোগাযোগের তথ্য যেমন ফোন নম্বর, ঠিকানা বা ই-মেইল অনুসন্ধান পৃষ্ঠায় প্রদর্শিত হবে তখনই গুগল বিজ্ঞপ্তি পাঠাতে শুরু করবে। বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে, ব্যবহারকারীরা ওই নির্দিষ্ট তথ্য সরানোর জন্য অনুসন্ধান জায়ান্টকে অনুরোধ করতে সক্ষম হবেন।

নতুন ফিচারটির রেজাল্টস অ্যাবাউট ইউ বৈশিষ্ট্যের একটি অংশ যা গত বছর চালু করা হয়েছিল। ব্যবহারকারীরা এখন তাদের স্মার্টফোন এবং ওয়েবে ‘আপনার সম্পর্কে ফলাফল’ অ্যাক্সেস করতে পারবেন। বৈশিষ্ট্যটির সর্বশেষ আপডেট ব্যবহারকারীদের নিজেদের ওপর অনুসন্ধান চালানোর প্রয়োজন ছাড়াই তাদের তথ্য পাওয়ার সুযোগ দেয়।

একজন ব্যবহারকারী ড্যাশবোর্ডে তাদের ব্যক্তিগত তথ্য ইনপুট করার পরে, এটি স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করবে যেগুলোর সঙ্গে এই তথ্যের মিল রয়েছে। এটি ব্যবহারকারীদের প্রতিটি ওয়েবপৃষ্ঠা পর্যালোচনা করতে এবং এটি সরানোর জন্য অনুরোধ জমা দেওয়ার সুযোগ দেয়।

গুগল বলেছে এটি আগামী দিনে ড্যাশবোর্ড চালু করবে যা ব্যবহারকারীদের তাদের যোগাযোগের বিবরণসহ ওয়েব ফলাফল অনুসন্ধান ফলাফলে দেখানো হচ্ছে কিনা তা জানাবে। ব্যবহারকারীরা দ্রুত ফলাফল সরানোর অনুরোধ করতে পারলেও, ওয়েব থেকে তাদের তথ্যসহ একটি নতুন ফলাফল অনুসন্ধানে উপস্থিত হলে গুগল তাদের অবহিত করবে।

ব্যবহারকারীরা তাদের গুগল অ্যাকাউন্টের ফটোতে ট্যাপ করে এবং আপনার সম্পর্কে ফলাফল নির্বাচন করে বা goo.gle/resultsaboutyou-এ গিয়ে গুগল অ্যাপে এই টুলটি অ্যাক্সেস করতে পারেন। এখন পর্যন্ত, এই টুলটি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজিতে অ্যাক্সেসযোগ্য। তবে, গুগল এটিকে আরো অনেক দেশে এবং আরো ভাষায় নিয়ে আসার জন্য কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *