গাজীপুরে গণশিক্ষার প্রসারে আলোচনা ও কর্মশালা

গাজীপুরে মন্দির ভিত্তিক গণশিক্ষার প্রসারে আলোচনা ও কর্মশালা

দেশজুড়ে

জুন ২১, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ

নাসির উদ্দিন

নৈতিক ও গণশিক্ষার প্রসারে ১০১টি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম আরো জোরদার করার লক্ষ্যে গাজীপুরে আলোচনা সভা ও প্রশিক্ষণ কার্যক্রম হয়েছে। ১৯ জুন, সোমবার সকাল থেকে শুরু করে দিনব্যাপী গাজীপুর পাবলিক লাইব্রেরী অডিটোরিয়ামে জেলা প্রশাসনের সহায়তায় এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর গাজীপুরের ট্রাস্টি শ্রী উত্তম কুমার চক্রবর্তী রকেট এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনুল করিম, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৬পর্যায়ের সহকারী প্রকল্প পরিচালক শুকুরুননেছা মুনাসহ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তারা বলেন, বর্তমানের টেকসই উন্নয়নের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে এবং নৈতিক শিক্ষার প্রসারে সরকার যে ভূমিকা রাখছে এবং বরাদ্দ দিচ্ছে তা পুরোপুরি কাজে লাগাতে পারলে দ্রুত আমাদের এই দেশ এগিয়ে যাবে। এতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকা ছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ ও প্রতিনিধি অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *