গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ৩৫

আন্তর্জাতিক

ডিসেম্বর ১৭, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আরো কয়েকডজন মানুষ আহত হয়েছেন। রোববার ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে ইসরায়েলি হামলায় শরণার্থী শিবিরে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

গাজা উপত্যকার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হতাহতের এই তথ্য নিশ্চিত করতে পারেননি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা জাবালিয়ার একটি ভবনে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ভবনটির ছাদ থেকে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে। এর জবাবে সেখানে বিমান থেকে হামলা চালানো হয়েছে।

সংবাদটি কেন্দ্র করে আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *