গাজায় মোট ১৪ হাজার ৮০০ ছাড়িয়েছে নিহতের সংখ্যা

আন্তর্জাতিক

নভেম্বর ২৫, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ

ইসরায়েলি বাহিনীর গত দেড় মাসের অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ১৪ হাজার ৮৫৪ জনে। এই নিহতদের মধ্যে ৫ হাজার ৮৫০ জন শিশু এবং চার হাজারেরও বেশি নারী।

এই নিহতদের পাশাপাশি গত দেড় মাসে আহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহতদের মধ্যেও নারী ও শিশুর হার ৭৫ শতাংশের বেশি।

সাধারণ ফিলিস্তিনিরা ছাড়াও গত দেড় মাসে গাজায় নিহত হয়েছেন ২০৫ জন ডাক্তার-নার্স-চিকিৎক, ২৫ জন ফায়ার সার্ভিস কর্মী এবং ৬৪ জন সাংবাদিক।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে পৃথক এক বিবৃতিতে গাজার প্রশাসনিক কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর গত দেড় মাসের গোলা বর্ষণে উপত্যকার ৪৫টি বাসভবন ১০২টি সরকারি ভবন, ২৬৬টি স্কুল এবং ৮৫টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজার বাসভবন, ১৭৪টি মসজিদ এবং ৩টি গির্জা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *