গাজায় নিহত ৩ ইসরাইলি সেনার ছবি প্রকাশ

গাজায় নিহত ৩ ইসরাইলি সেনার ছবি প্রকাশ

আন্তর্জাতিক

আগস্ট ২৬, ২০২৪ ৮:৪৩ পূর্বাহ্ণ

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে আরও তিন সেনা নিহত হওয়ার ঘোষণা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। সেই সঙ্গে তাদের ছবিও প্রকাশ করা হয়েছে।

শনিবার ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, একদিন আগে গাজায় দুটি পৃথক ঘটনায় তাদের তিন সেনা নিহত হয়েছে।

এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, গাজা শহরের জেইতুনের আশেপাশে একটি বিল্ডিংয়ে বাইরের অংশে লাগানো বিস্ফোরক ডিভাইসের আঘাতে তাদের দুই সেনা নিহত হয়। অপর সৈন্যটি নেটজারিম করিডোরে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনীর মতে, গত বছরের মাঝ অক্টোবর থেকে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত তাদের মোট ৩৩৮ জন সেনা নিহত হয়েছে।

তবে হামাস বলছে, এ সংখ্যা অনেক বেশি। কারণ ইসরাইলি মন্ত্রিসভার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বিষয়ে ক্রমবর্ধমান জন-অসন্তোষ এবং গাজায় এখনও বন্দি থাকা কয়েক ডজন ইহুদিকে মুক্তি দিতে ব্যর্থতার কারণে ইসরাইলি সরকার তাদের সামরিক হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করে যাচ্ছে।

বন্দিদের মুক্তি নিশ্চিত করার জন্য এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার দাবিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে ইসরাইলে বিক্ষোভ চলছে।

নেতানিয়াহু অবশ্য যুদ্ধেই অনড়। সমালোচকরা বলছেন, তিনি দুর্নীতির অভিযোগের মধ্যে নিজের রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য যুদ্ধকে দীর্ঘায়িত করছেন।

২০১৯ সালে দায়ের করা মামলায় দুর্নীতি, জালিয়াতি, ঘুষ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহু এখন বিচারের মুখোমুখি। ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হলে নেতানিয়াহুর ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।

সূত্র: টাইমস অব ইসরাইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *