গম্ভীরদের বিরুদ্ধে আফ্রিদির ব্যাটিং তাণ্ডব

গম্ভীরদের বিরুদ্ধে আফ্রিদির ব্যাটিং তাণ্ডব

খেলা

আগস্ট ২২, ২০২৩ ১০:৪২ পূর্বাহ্ণ

বুড়ো হাড়ের ভেল্কি দেখালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। ইউএস মাস্টার্স টি-টেন লিগে মাত্র ১২ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

রোববার যুক্তরাষ্ট্রের লডারহিলের সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে নিউ জার্সি লিজেন্ডসের মুখোমুখি হয় নিউ ইয়র্ক ওয়ারিয়র্স। এদিন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আগে ব্যাট করে ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান করে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন নিউ ইয়র্ক ওয়ারিয়র্স।

দলের হয়ে ৪৩ বছর বয়সী পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ৩০৮.৩৩ স্ট্রাইক রেটে মাত্র ১২ বলে ছয়টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। ১২ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন কামরান আকমল।

টার্গেট তাড়া করতে নেমে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন নিউ জার্সি লিজেন্ডস ২ বল হাতে রেখেই নয় উইকেটের বড় জয় পায়। দলের জয়ে জেসি রাইডার ১২ বলে ৩ চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৮ রানের ইনিংস খেলেন। ৬ বলে ২টি ছক্কার সাহায্যে ১৬ রান করেন ইউসুফ পাঠান। ১০ বলে চারটি ছক্কার সাহায্যে ২৮ রান করেন ক্রিস্টোফার বার্নওয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *