গজারিয়ার টেংগারচর ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণ শুরু

দেশজুড়ে

আগস্ট ১, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপকারভোগী পরিবারের মধ্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণ শুরু হয়েছে।

পহেলা আগষ্ট টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান ফরাজী। এ দিকে ন্যায্যমূল্য দিয়ে তেল ডাল কিনতে পেরে উপকারভোগীরাও খুশি। এবার তারা তেল এবং ডালের সঙ্গে চালও পাচ্ছেন। টেংগারচর ইউনিয়ন পরিষদের তথ্যমতে জানা জানা গেছে, টেংগারচর ইউনিয়ন পরিষদের ৫৪৬ জন পরিবার রয়েছেন এই টিসিবির আওতায়। ইউনিয়নটির ৯টি ওয়ার্ডে ৫৪৬ জন ৫ কেজি চাল, দুই কেজি ডাল ও দুই কেজি ভোজ্য তেল মোট ৪৭৫ টাকায় পেয়ে খুশি ক্রেতারাও। তবে এর আওতায় সব মধ্যবিত্তদের আনতে পারলে আরও ভালো হবে বলেও জানান উপকারভোগীরা।
টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, একটি পরিবারে গড়ে ৫ সদস্য থাকে। ফলে ৫৪৬ জন মানুষকে দিলেও সুবিদা পাচ্ছে ২৭৩০ জন মানুষ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্যানেল চেয়ারম্যান নাসিম মেম্বার, ৬ নং ওয়ার্ড মেম্বার মোঃ মুসা, ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ মাহফুজ, ১,২,৩ নং ওয়ার্ড সদস্য রুমি বেগম,আয়েশা ৪.৫.৬ নং ওয়ার্ড সদস্য আয়েশা, ৭,৮,৯ নং ওয়ার্ড সদস্য স্বপ্ন খাতুনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *