কেন ঘুরতে যাবেন ভুটান?

কেন ঘুরতে যাবেন ভুটান?

মজার খবর

জানুয়ারি ২৮, ২০২৪ ১২:০৯ অপরাহ্ণ

 

পাহাড়ের দেশ ভুটান পৃথিবীর একমাত্র কার্বর নেগেটিভ দেশ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ দেশটিতে ভ্রমণের সেরা সময় বলা যেতে পারে জানুয়ারি মাসকে।

বাংলাদেশী একটি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন কাছের দেশ ভুটান। এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভুটান ভ্রমণে অনেক কম পয়সাও খরচ হবে আপনার।

দেশটিতে ঘুরে আসতে এতই কম টাকা খরচ হবে যে আপনি বিমানে চড়ে ভ্রমণ করলেও সেখানের হোটেলে ৪ তেকে ৫ দিন থাকার পর জনপ্রতি খরচ হবে মাত্র ২৮ হাজার টাকা।

এদেশে শুধু পাহাড় নয়, অনেক দর্শনীয় স্থান রয়েছে। যা প্রতিবছরই পর্যটকদের আকর্ষণ করে। আসুন এক নজরে দেখে নিই ভুটানের কিছু দর্শনীয় স্থান। ভুটানের কিছু বিখ্যাত দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে টাইগারস নেস্ট মনাস্ট্রি, পুনাখা, থিম্পু, ফুন্টশোলিং শহর, থিম্পু রাজপ্রাসাদ ইত্যাদি।

১। টাইগারস নেস্ট মনাস্ট্রি: ভুটানের এ দর্শনীয় স্থানটি পারো তক্তসাং নামেও পরিচিত। পারো উপত্যকার ওপর তৈরি বিস্ময়কর পবিত্র স্থান এবং মন্দির দেখতে দেশ বিদেশের অনেকেই এ স্থানে ভিড় জমান।

২। পুনাখা: প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ একটি শহর পুনাখা।

থিম্পু: ভুটানের রাজধানী থিম্পুতে রয়েছে দেশটির সবচেয়ে আকর্ষণীয় ও নান্দনিক সৌন্দর্য।

৪। ফুন্টশোলিং শহর: ভুটানের দ্বিতীয় বৃহত্তম শহর ফুন্টশোলিং। এটি ভুটানের একটি সীমান্ত শহর।

৫। থিম্পু রাজপ্রাসাদ: ভুটানের রাজার রাজপ্রাসাদ এবং দেশের বৃহত্তম বৌদ্ধমন্দির রয়েছে এখানে।

ছবির মতো সুন্দর প্রকৃতির খোঁজে তাই ঘুরে আসতে পারেন ভুটানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *