কৃষ্ণসাগরে ন্যাটোর তদারকি চায় ইউক্রেন

কৃষ্ণসাগরে ন্যাটোর তদারকি চায় ইউক্রেন

আন্তর্জাতিক

এপ্রিল ১৪, ২০২৩ ৮:৩০ পূর্বাহ্ণ

কৃষ্ণসাগরে পশ্চিমা সামরিক জোট ন্যাটের তদারকির আহ্বান জানিয়েছে ইউক্রেন। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে চলা দুদিনের কৃষ্ণসাগর নিরাপত্তা সম্মেলনের ভিডিও কনফারেন্সের শেষ দিন বৃহস্পতিবার এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা।

কৃষ্ণসাগরে রাশিয়ার মোসকভা নামের যুদ্ধজাহাজটি ডুবে যাওয়ার এক বছর পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, কৃষ্ণসাগরকে ন্যাটোর ছত্রছায়ায় থাকা দেশ-জাতিগুলোর জন্য একটি বিস্তৃত নিরাপত্তা নেটওয়ার্ক তৈরির সময় এসেছে। বিশেষ করে যে দেশগুলো রাশিয়ার আক্রমণের হুমকি অনুভব করছে।

তিনি আরও বলেন, কৃষ্ণসাগরকে বাল্টিক সাগরের মতো ন্যাটো আধিপত্যের জলসীমায় পরিণত করার সময় হয়েছে। কিন্তু আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কৃষ্ণসাগর নিয়ে পশ্চিমাদের কোনো ধারাবাহিক কৌশল বা পরিকল্পনা ছিল না। রাশিয়ার যা সবসময় করে এসেছে। সাগরটিতে দেশটির কার্যক্রম ছিল আক্রমণাত্বক এবং বর্বর।

ইউক্রেন সাগরটিতে শান্তিপূর্ণ পরিবেশ চায়। যেন আইন মান্যকারী দেশগুলো আবারও রুশ যুদ্ধজাহাজের ভয় ছাড়াই বাণিজ্য, ভ্রমণ এবং বিনা বাধায় নিজেদের অংশের সমুদ্র অঞ্চল ব্যবহার করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *