নাসিরনগরে শাক-সবজিতে আগুন

দেশজুড়ে

অক্টোবর ২৩, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া

কৃষি প্রধান বাংলাদেশে অন্যতম প্রধান অঞ্চল নাসিরনগর। যেখানে শতকরা প্রায় ৯০ জন লোক কৃষির উপর নির্ভরশীল। আর এখানকার উৎপাদিত ফসলের মাঝে ধান,পাট,সরিষা,গম ও শাক- সবজিই কৃষকের আয়ের প্রধান উৎস। চলছে শীতকাল। বাজারে নেই শীতের শাক-সবজি। বাজারে যেসমস্ত শাক-সবজি পাওয়া যাচ্ছে। তারও আবার দাম বৃদ্ধি। গতকাল সরেজমিন নাসিরনগর সবজির বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি শিম ১০০ থেকে ১২০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, পটল ৬০ টাকা, কচুর মুখি ৪০ টাকা, কাকরুল ৬০ টাকা, করল্লা ৮০ টাকা, ফুলকপি ৭০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০ টাকা, মুলা ৪০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, ঝিংগা ৮০ টাকা, ধনে পাতা ১০০/-, চিচিংগা ৬০ টাকা, শশা ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, গাজর ১০০ টাকা, ঢেরশ-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। অপর দিকে চাল কুমড়া ৫০ থেকে ৬০ টাকা, বাঁধা কপি ৪০ থেকে ৫০ টাকা পিস ধরে বিক্রি হচ্ছে। অপরদিকে লেবু ২০ থেকে ২৫ টাকা হালি, কাঁচ কলা ৪০ টাকা হালি ধরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা জানায়, চাউলের চেয়ে বাজারে সবজির দাম বেশী হওয়ায় অনেক ক্রেতারই সবজি কিনে খাওয়ার সাধ থাকলেও কেনার সাধ্য নেই। ক্রেতাদের অভিযোগ দাম বাড়া নিয়ে ব্যবসায়ীরা সময় সময় খোঁড়া যুক্তি দেখায়। আসলে সরকারের কার্যকর নজরধারীর অভাবে দাম বাড়ানোর প্রতিযোগিতা নেমেছেন ব্যবসায়ীরা। সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব জিনিসের ক্ষেত্রেই একই রকমের ঘটনা ঘটছে বলে অভিযোগ ক্রেতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *