কুবি’র অফিসার্স এসোসিয়েশনের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

দেশজুড়ে

সেপ্টেম্বর ৬, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অফিসার্স এসোসিয়েশন নির্বাচন ২০২৩ এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার রুমে জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় এ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, গিতা পাঠ হয়। পরে নতুন কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নিরাপত্তা শাখার মো: ছাদেক হোসেন মজুমদার।

নির্বাচনে জয়যুক্ত করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘আমি সবসময় কর্মকর্তাদের সুযোগ সুবিধা এবং তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে আমার উপর অর্পিত দায়িত্বে অগ্রণী ভূমিকা পালন করবো। ভিসি স্যার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেয়ার পর থেকে একের পর এক সাফল্য যোগ হচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে গেছে দুর্বার গতিতে।’

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আজকে একটা গ্রুপ দায়িত্ব দিলো আরেকটা গ্রুপ দায়িত্ব নিলো। যারা দায়িত্ব হস্তান্তর করলো আর যারা দায়িত্ব নিলো দুই গ্রুপকেই সাধুবাদ জানাই। আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটা লিডিং বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই। এজন্য শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবারই সহযোগিতা দরকার। আমি চাই আমাদের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাই হবে মেধাবী। তাহলেই আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘জিএসটি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে। আমরা এপিএ র‍্যাংকিংয়ে ১০ম হয়েছি। আমরা চাই আগামীতে এক নাম্বার হতে। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমরা এক নাম্বার হতে পারবো ইনশাআল্লাহ। ‘

এছাড়াও উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী, প্রক্টর কাজী ওমর সিদ্দিকী রানা, সহকারী প্রক্টর কাজী এম. আনিছুল ইসলাম, কুবি অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২৩ এর প্রধান নির্বাচন কমিশনার মনিরুল আলম, কুবি অফিসার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি, সাধারন সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *