ব্রিটিশ পরিচয়ে খেলবেন আমির

কাউন্টিতে ব্রিটিশ পরিচয়ে খেলবেন আমির

খেলা

জুলাই ২৪, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ণ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে মোহাম্মদ আমিরের। তবে আগামী বছর পুরোনো এই অভিজ্ঞতা নিতে যাচ্ছেন তিনি নতুন পরিচয়ে।

ইংল্যান্ডের দ্য টেলিগ্রাফের খবর, কাউন্টি দল ডার্বিশায়ারের হয়ে মাঠে নামতে দেখা যাবে তাকে স্থানীয় ক্রিকেটার হিসাবেই। ব্রিটিশ নাগরিক ও আইনজীবী নার্জিস খানকে বিয়ে করার সুবাদে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পথে আছেন আমির।

আগামী বছরই ব্রিটিশ পাসপোর্ট হাতে পাওয়ার কথা পাকিস্তানের ৩১ বছর বয়সি এই পেসারের। তাকে দলে নিতে তাই আগেভাবেই আলোচনা সেরে ফেলেছে ডার্বিশায়ার।

ডার্বিশায়ারের সঙ্গে পাকিস্তান ক্রিকেটের সংযোগ আছে। কাউন্টি দলটিকে ঢেলে সাজাচ্ছেন তাদের প্রধান কোচ মিকি আর্থার, যিনি ছিলেন পাকিস্তানের প্রধান কোচ। অস্ট্রেলিয়ার এই কোচ এখন পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেট হিসাবে কাজ করছেন ডার্বিশায়ারের দায়িত্ব সামলানোর পাশাপাশি।

আর্থার পাকিস্তানের কোচ থাকার সময় আমির ছিলেন দলের নিয়মিত সদস্য। পরে বোর্ডের সঙ্গে দ্ব›েদ্ব জড়িয়ে ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন বাঁ-হাতি এই পেসার।

কিছুদিন আগে আমির বলেছিলেন, ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর সেই পাসপোর্ট দিয়ে আইপিএলে খেলার ভাবনাও আছে তার মাথায়। তবে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলার ভাবনা নেই বলেও তখন সাফ জানিয়ে দিয়েছিলেন আমির।

ইংল্যান্ডে এখন পর্যন্ত এসেক্স ও গ্লস্টারশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *