করোনার নতুন ধরণ নিয়ে মোদির সতর্কতা, জানালেন আহ্বান

করোনার নতুন ধরণ নিয়ে মোদির সতর্কতা, জানালেন আহ্বান

আন্তর্জাতিক স্লাইড

ডিসেম্বর ২৩, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ

চীনে করোনার নতুন ধরণ ‘বিএফ.৭’ থেকে রক্ষায় ভারতবাসীকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার কোভিড-১৯ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। সেখানেই মাস্ক পরার বার্তা দিয়েছেন তিনি। এ সময় মোদি বলেন, মহামারি এখনও শেষ হয়নি। কোভিড আমাদের শত্রু। সেটি প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে।

বছরের শেষে করোনার নতুন ধরণ যেভাবে চোখ রাঙাচ্ছে চীনে, সেই প্রেক্ষাপটে ভারতেও আবার মাস্ক পরার মতো করোনার বিধি বাধ্যতামূলক করা হবে কিনা— এ নিয়ে আলোচনা শুরু হয়।

একই সঙ্গে করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। জিনোম সিকোয়েন্সিংয়ে যাতে জোর দেওয়া হয়, রাজ্যগুলোকে সেই বার্তাও দিয়েছেন। আর দুইদিন পরই বড়দিন। এরপরই থার্টি ফাস্টনাইট। উৎসবের মৌসুমে যাতে সংক্রমণ না বাড়ে, সে কারণে দূরত্ববিধি মেনে চলা, মাস্ক এবং নিয়মিত স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দিয়েছে কেন্দ্র।

কোভিড পরিস্থিতি নিয়ে সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানান, চীনের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। একই সঙ্গে দেশের করোনা অবস্থাও পর্যালোচনা করা হচ্ছে। রাজ্যগুলোকে এরই মধ্যে বেশ কিছু সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় স্তরে নজরদারি আরো বাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *